লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ০০:৫০| আপডেট : ১১ জুন ২০২৫, ০১:২৮
অ- অ+

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠান হবে। এর আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ প্রতিনিধিদলের সদস্যরা।

এদিনই এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান। এরপর থেকেই তার ব্যস্ত সময় যাচ্ছে।

এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের কাছ থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড

আগামী ১৩ জুন শুক্রবার এই হোটেলই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক হওয়ার কথা। দুই নেতার এই বৈঠক থেকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা আসবে বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকের পরদিন ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

(ঢাকাটাইমস/১১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা