মানিকগঞ্জে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ১৫:৩৫| আপডেট : ১১ জুন ২০২৫, ১৫:৪৭
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাজারের আবদুস সাত্তারের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে ব্যবসায়ীরা পড়েন চরম বিপদের মুখে। অগ্নিকাণ্ডে বাবুল চন্দ্র হালদার ও আবদুল হক বেপারীর দুটি ফার্মেসি, আবদুস সাত্তারের জুতার দোকান, মো. মহসিনের মোবাইলের দোকান, বিপ্লব কর্মকারের তৈরি পোশাকের দোকান এবং বিমল চন্দ্র শীলের সেলুন সম্পূর্ণরূপে পুড়ে যায়। আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিটকাবাজার বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন ভুঁইয়া বলেন, আগুন লাগার আগে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

(ঢাকা টাইমস/১১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড
গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৫ জেলে উদ্ধার
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা
শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা