ট্রাম্পকে নিয়ে `বেশি বাড়াবাড়ি'তে অনুতপ্ত ইলন মাস্ক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ১০:৪০| আপডেট : ১২ জুন ২০২৫, ১১:৫৬
অ- অ+

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্কের পাল্টাপালি বাহাস। আর তাতে ইলনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দেন ট্রাম্প। এই আবহে ইলন মাস্ক মনে করেন ট্রাম্পের সঙ্গে তার বেশি বাড়াবাড়ি হয়েছে। এ জন্য অনুতপ্ত তিনি।

অনুশোচনায় দগ্ধ ট্রাম্পের উদ্দেশে ক্ষমাও চেয়ে নিলেন। গতকাল (১১ জুন) তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে দেওয়া কিছু পোস্টে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি সেগুলোর জন্য অনুতপ্ত।

দুই বন্ধুর সম্পর্ক এমনই তিক্ত হয়ে ওঠে যে, মাস্ক একপর্যায়ে দাবি করে বসেন তার সহযোগিতা ছাড়া ট্রাম্প নির্বাচনে জিততে পারতেন না। পাল্টা জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা হবে।

মাস্ক এমনও দাবি করেন, যৌন অপরাধ ও পাচারের দায়ে অভিযুক্ত কুখ্যাত জেফরি এপস্টেইনের মামলার নথিতে ট্রাম্পের নাম আছে। আর এ কারণেই এই নথি প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। অবশ্য পোস্টটি পরে সরিয়ে নেন মাস্ক। এ নিয়ে ট্রাম্পও কোনো মন্তব্য করেননি।

তাদের এই শত্রুতা’র শুরুটা ট্রাম্পের কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিল ঘিরে। এ থেকে ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তখনো দুজনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই মনে হচ্ছিল।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একের পর এক পোস্টে ট্রাম্প ও তার নীতির বিরুদ্ধে বলতে থাকেন মাস্ক।

(ঢাকাটাইমস/১২জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’, শতভাগ জিপিএ -৫
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা