নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ২৩:০৬
অ- অ+

ইলিশের টেকসই প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম দিন সমুদ্রে নেমে জেলেদের জালে কাঙ্খিত ইলিশের দেখা মিলেছে।

ইউনূস নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।

বৃহস্পতিবার এ মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিস মৎস্য আড়তে নিয়ে আসেন ওই জেলে। পরে নিলামের মাধ্যমে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি করেন। অবরোধ শেষে বুধবার মধ্যরাতে ওই জেলে গভীর সমুদ্রে গিয়ে জাল ফেললে এসব ইলিশ ধরা পড়ে।

জেলে ইউনূস মিয়া জানান, ১৯ জন জেলেসহ ট্রলার নিয়ে তারা গভীর সমুদ্রে যায়। এর পায়রা বন্দর বয়া এলাকায় জাল ফেলতেই এসব মাছ উঠে আসে। তবে অবরোধ শেষে তার জালে এই এতো বেশি ইলিশ ধরা পড়ায় জেলেরাও আনন্দিত।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছর সফলভাবে অবরোধ পালন হওয়ায় সমুদ্রে মাছ বৃদ্ধি পেয়েছে। যার কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে।

(ঢাকা টাইমস/১২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’, শতভাগ জিপিএ -৫
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা