বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ১৫:২৭
অ- অ+

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠানো হয়।

অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে তিন পুরুষ, তিন নারী এবং ৯ শিশু রয়েছেন।

(ঢাকা টাইমস/১৩জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’,শতভাগ পাসসহ শতভাগ জিপিএ -৫
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
আদালতের নির্দেশনা পেলে সাবেক আইজিপি মামুনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: কারা অধিদপ্তর
জিএম কাদের একজন কর্তৃত্ববাদী: ব্যারিস্টার আনিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা