টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছেন। আটককৃতরা হলেন— মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২)। তারা সকলেই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট কোস্ট গার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/১০এপ্রিল/এলএম/এসএ)

মন্তব্য করুন