যশোরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৫, ১৪:১৭
অ- অ+

যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শেখ আমির বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ রহিমের ছেলে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আর এমও বজলুর রশীদ টুলু জানান, গত ১৬ জুন করোনার সিমটম নিয়ে শেখ আমির নামে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। এরপর সরকারিভাবে করোনা পরীক্ষা না হওয়ায় বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসে। ওই রিপোর্টে তার করোনা পজেটিভ হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। অপর দিকে সাবিনা নামে এক রোগী করোনা পজেটিভ হওয়ায় তাকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/১৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা