হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২০ জুন ২০২৫, ১৬:২২
অ- অ+

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করায় প্রনব চন্দ্র দেব নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষার সময় বিয়ার ল্যাবরেটরী স্কুল কেন্দ্রে প্রনব চন্দ্র দেব নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেন। এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি সন্দেহজনক মনে করলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। পরে সত্যতা নিশ্চিত হলে তাকে আটক করা হয়।

আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রনব চন্দ্র দেবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা জরিমানা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা সহ্য করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে এমন অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/২০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা