মুরাদনগরে বিএনপি কর্মী জুয়েলের মৃত্যু নিয়ে যা বলছে জেলা পুলিশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৫, ১৮:৩৪
অ- অ+

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মী শেখ জুয়েলের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে জেলা পুলিশ। তারা দাবি করেছে, মৃত্যুর কারণ ‘হার্ট অ্যাটাক’ এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু।

জুয়েলের মৃত্যুর বিষয়ে শুক্রবার বিকালে কুমিল্লা জেলা পুলিশের ব্যাখাটি সংবাদমাধ্যমে পাঠায় পুলিশ সদরদপ্তর।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাঙ্গরা বাজার থানার উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. হেলাল (৪১), শারমিন ওরফে সখিনা (৩৫), শেখ জুয়েল (৪৫), মো. হান্নান (২১) এবং খোকন (৪৫)।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শেখ জুয়েল বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানা হাজতে অবস্থানকালে বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তার পরিবারকে জানানো হয় এবং পুলিশি সহায়তায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এতে পুলিশ আরও জানায়, শেখ জুয়েল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার স্ট্রোক করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে পুলিশের দাবির বিপরীতে কিছু সংবাদমাধ্যমে ‘পুলিশি নির্যাতনে মৃত্যু’ বলে প্রচার চালানো হচ্ছে, যা ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলেও দাবি করেছে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চূড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এর আগে কোনো ধরনের গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

(ঢাকা টাইমস/২০জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা