গাজীপুরের পূবাইলে রাস্তার দাবিতে মানববন্ধন

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ১৬:১২| আপডেট : ২২ জুন ২০২৫, ১৬:১৭
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নম্বর ওয়ার্ড কামারগাঁও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ এনে থানায় অভিযোগের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (২২ জুন) সকালে মিরেরবাজার ঢাকা-বাইপাস চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার নারী-শিশুসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, ৩০ বছরের অধিক সময় ধরে তাদের চলাচলের পায়ে হাঁটার রাস্তা রাতের আঁধারে বন্ধ করে দেয় এলাকার প্রভাবশালী মেজবাহ উদ্দিন ও তার পরিবারের লোকজন। এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক আবেদনেও সাড়া দেয়নি মেজবাহ ও তার পরিবার। তাই রাস্তা নিয়ে বিপাকে আছে কামারগাঁও এলাকায় বসবাসকারী ৫০টির অধিক পরিবার।

এ বিষয়ে মেজবাহ উদ্দিন ও স্থানীয়রা পূবাইল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে বলে পুলিশ জানায়।

(ঢাকা টাইমস/২২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা