মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ১৪:৩৯| আপডেট : ২৪ জুন ২০২৫, ১৫:০১
অ- অ+

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে মিরপুরের এসএ খালেক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

গ্রেপ্তারকৃত বাবুল সরকার মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং জেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, বাবুল সরকারের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি গুরুতর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন এবং তাতে তিনি এজাহারনামীয় ১১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমান উল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বাবুল সরকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/২৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা