আলফাডাঙ্গার ক্লুলেস হত্যা মামলার আসামি শোয়েব গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৫, ১৫:২৫| আপডেট : ২৫ জুন ২০২৫, ১৫:৩৭
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংঘটিত ক্লুলেস হত্যাকাণ্ডের মূল আসামি শোয়েব শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর জেলার জাজিরা থানার টিএনটি মোড় এলাকা থেকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

বুধবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ মে সকাল ৯টার দিকে ভিকটিম তুহিন শেখ (১৪) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ৩ মে বিকাল ৫টার দিকে ভাটপাড়া বাজার সংলগ্ন একটি আখক্ষেতে তার গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় আলফাডাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র পাঠান।

পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শরীয়তপুরের জাজিরা এলাকায় অভিযান চালিয়ে আসামি শোয়েব শেখকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিডনি ও ডায়াবেটিস রোগের প্রাকৃতিক প্রতিরোধক ভেষজ করমচা, ওজনও কমায় দ্রুত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা