টেকনাফে খেলতে গিয়ে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে খেলাধুলা করতে গিয়ে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- বড় লেচুয়াপ্রাং এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর আট বছরের মেয়ে জান্নাত আরা ও প্রতিবেশী জিয়াউর রহমানের ১০ বছরের ছেলে মোহাম্মদ ফারুক।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যথা নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুপুরে একটি বিলে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে পানিতে দুই শিশু ডুবে যায়। অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে ভাসমান অবস্থায় জান্নাত আরা ও ফারুককে উদ্ধার করে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তারা স্থানীয়দের কাছ থেকে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শূনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭জুন/মোআ)

মন্তব্য করুন