জামালপুরে ঘর থেকে ডেকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ১৩:৩৮| আপডেট : ২৯ জুন ২০২৫, ১৪:৩৪
অ- অ+

জামালপুরের ইসলামপুর উপজেলায় আব্দুর রহিম (৫০) নামে এক ইউপি সদস্যকে ঘর থেকে ডেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল ১ নম্বর ওয়ার্ডের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ইসলামপুর উপজেলার ১ নম্বর কুলকান্দি ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) জিগাতলা গ্রাম থেকে দুবার ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেন তাকে খুন করেছে এ নিয়ে রহস্য রয়ে গেছে। আব্দুর রহিমের খুনের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ তার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। লাশের সুরতহাল শেষে নিহত আব্দুর রহিমের লাশ এখন ট্রলারে করে থানায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এ নিয়ে যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে দুই ইউপি সদস্য খুন হলেন।

(ঢাকা টাইমস/২৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা