পাংশায় গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা, যুবক গ্রেপ্তার 

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১২:৪৭| আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৫৯
অ- অ+

রাজবাড়ীর পাংশায় দীপা রানী পাল নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. সালাম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার সন্ধ্যায় পাংশার পূর্ব বাগদুল এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১১ জুন পাংশা এলাকায় বসবাসকারী ভিকটিমকে (২২) আসামি সালাম বিশ্বাসসহ (২৬) অপরাপর আসামিরা উচ্চাকাঙ্ক্ষা ও বিবাহের প্রলোভন দেখিয়ে তার স্বামীর বাড়ি হতে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বিবাহের প্রস্তাব দিলেও আসামি সালাম বিশ্বাস রাজি না হয়ে তালবাহানা শুরু করে এবং পরের দিন সকালে আসামিরা ভিকটিমকে তার স্বামীর বাড়িতে দিয়ে আসে। পরে ভিকটিম তার নিজের ও পরিবারের আত্মসম্মানের কথা চিন্তা করে ওইদিন সকালে স্বামীর বসতঘরে সিলিং ফ্যানের রডের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

র‍্যাব জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় আসামি সালাম বিশ্বাসসহ অন্য আসামিদের বিরুদ্ধে একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন। তবে বিষয়টি জানতে পেরে আসামি সালাম বিশ্বাসসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আত্মহত্যা প্ররোচনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এ একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন পূর্ব বাগদুল এলাকায় অভিযান পরিচালনা করে সালাম বিশ্বাসকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুটি পুত্র সন্তান রয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা