সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১৭:২০
অ- অ+

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জে সীমান্ত দিয়ে আসা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স এবং চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। এর আনুমানিক মূল্য সাড়ে ৫ কোটি টাকা।

সোমবার (৩০ জুন) দুপুরে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি বাড়ি থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সুনামগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, দুজন পুলিশ সদস্য এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ১৬ জন বিজিবি সদস্যরা হরিণাপাটি গ্রামের ১টি টিনশেড গোডাউনে একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০১২০ পিস চকলেট জব্দ করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

তিনি জানান, গত ০১ মাসে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন ২৮ বিজিবি কর্তৃক ১৪,৮৪,৬৭,৯৭৮/- (চৌদ্দ কোটি চুরাশি লক্ষ সাতষট্টি হাজার নয়শত আটাত্তর) টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে।

আটককৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/৩০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা