মুগদায় ৪০ কেজি গাঁজা-পিকআপসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ২২:৪৭
অ- অ+

রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাজমুল ইসলাম ভুঁইয়া (২৫), মো. শিমুল (৫৯) ও মো. রুবেল মিয়া (২৪)।

শুক্রবার রাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগের একটি দল।

শনিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসব তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা।

ডিবির দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৮জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা