এবার স্নাতক শিক্ষার্থীরাও বিশেষ অনুদানের তালিকায়, পাবেন ১০ হাজার টাকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ১৭:২৫
অ- অ+

২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাশাপাশি দেশের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়। স্নাতক পর‌্যায়ে এক হাজার ২৭৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তারা প্রত্যেকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সঙ্গে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষ অনুদানের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দুই হাজার ৪৫০ জন শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণির এক হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান হিসেবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানায় মন্ত্রণালয়।

এই অর্থ সহায়তা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল ফোনের নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। কোনো ধরনের দাপ্তরিক জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সহজে তাদের অনুদান পেয়ে যাবে।

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা