মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি,ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১২:১৩| আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৫৪
অ- অ+

মহানবী হজরত মুহম্মদ (সা.)– কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩০ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় জাবির জনসংযোগ অফিস।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২১) শিক্ষার্থী এবং শহীদ তাজউদ্দীন আহমদে হলের আবাসিক ছাত্র।

জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করার মাধ্যমে নাবিল বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ করেছেন। পাশাপাশি এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়েছে।

এ প্রেক্ষিতে জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করেন।

পাশাপাশি অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম।

(ঢাকাটাইমস/৩০জুন/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা