মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনাইয়ে ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ১৮:৩৬| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮:৫৮
অ- অ+

আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির আকাশে আজ শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। এতে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। সে হিসেবে আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। খবর গালফ নিউজের

আগামীকাল রবিবার মালয়েশিয়ার আকাশে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।

এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান রাষ্ট্র ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে সবার আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ ঘোষণা দেয় দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।

অন্যদিকে বাংলাদেশের আকাশে আগামীকাল রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা হবে। এদিন সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় আগামী ১ এপ্রিল মঙ্গলবার ঈদ হবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা