ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প, পাশাপাশি একই সময়ে ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ০৮:৩৯
অ- অ+

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে একযোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখে পড়েছে ইরান। ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পাশাপাশি ইসরায়েলের বিমান হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর না মিললেও স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে ও হালকা ধস নেমেছে।

এদিকে একই সময়ে ইসরায়েলি বিমান বাহিনী একাধিক ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রাজধানী তেহরান ও কাশানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা হয় বলে জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভূমিকম্প ও বিমান হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রেড ক্রিসেন্ট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজরদারি বাড়ানো হয়েছে।

ভূমিকম্প-আক্রান্ত এলাকাগুলোতে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানায় ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, এই দ্বৈত দুর্যোগ ইরানের অবকাঠামো এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ তৈরি করছে।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা