ইউটিউব সিলভার বাটন পেল ঢাকা টাইমস ডিজিটাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৫, ২১:২২| আপডেট : ২১ জুন ২০২৫, ১৫:১৮
অ- অ+

দ্রুত বর্ধনশীল অনলাইন গণমাধ্যম ঢাকা টাইমস ডিজিটাল ইউটিউব সিলভার প্লে বাটন অর্জন করেছে। সম্প্রতি ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করায় এ সম্মাননা পেল গণমাধ্যমটি।

এই অর্জন উপলক্ষে ঢাকা টাইমস পরিবার সব পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশ ও মানুষের কল্যাণে সব সময় কার্যকর মুখপত্রের ইতিবাচক ভূমিকা পালন করবে ঢাকা টাইমস। তিনি দর্শক-শ্রোতা-পাঠকদের বরাবরের মতো ঢাকাটাইমস ও ঢাকা টাইমস ডিজিটালের সঙ্গে থাকার অনুরোধ জানান।

আরিফুর রহমান দোলন বলেন, ঢাকাটাইমস বর্তমান সময়ে দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের সংবাদ পরিবেশনের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মেও সক্রিয় ভূমিকা রাখছে। গণমানুষের তথ্যচাহিদা পূরণে ভিডিও কনটেন্টে আস্থা তৈরি করেছে ঢাকা টাইমস ডিজিটাল।

ঢাকা টাইমস ডিজিটাল দর্শকদের ভালোবাসা ও বিশ্বাস ধারণ করে ভবিষ্যতে আরও আকর্ষণীয় কনটেন্ট নিয়ে হাজির হবে এবং অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যয় জানান সম্পাদক আরিফুর রহমান দোলন।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা