সাবেক সিইসি নুরুল হুদার শারীরিক অবস্থা ও গ্রেপ্তার দেখানোর বিষয়ে যা জানাল ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ২৩:১৩| আপডেট : ২২ জুন ২০২৫, ২৩:১৭
অ- অ+

উত্তরায় উত্তেজিত জনতার হাতে আটক সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম- কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এছাড়া অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে রবিবার সকালে শের-ই-বাংলানগর থানার দায়ের হওয়া মামলার তাকে গ্রেপ্তার দেখানো কথাও জানিয়েছেন তিনি।

এদিন রাতে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আজ ৭টা থেকে সাড়ে ৭ টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। উত্তরা পশ্চিম থানাকে অবগত করার পর পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে তাকে নিয়ে আসে। এরপর থেকে তিনি ডিবি হেফাজতে আছেন।

তিনি জানান, ২২ জুন সাবেক এই সিইসির নামে শের-ই-বাংলা নগর থানায় একটা মামলা দায়ের হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে মামলাটি হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তার বিরুদ্ধে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তাকে স্থানীয় জনগন তাকে পুলিশ হেফাজতে দেয়।

এসময় তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

সাবেক এই সিইসির শারিরীক অবস্থা ভালো আছে জানিয়ে ডিএমপির এই যুগ্ম- কমিশনার বলেন, তাকে ডিবিতে এনে প্রাথমিক চেকআপ করেছি, এতে তার শারিরীক অবস্থা সুস্থ পেয়েছি।

(ঢাকাটাইমস/২২জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা