শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১১:৪০| আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৫২
অ- অ+

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর শুরু হলো আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে। ঐতিহাসিক গল স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজে মাঠে নেমেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টির আশঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই টস হয়েছে।

হঠাৎ জ্বরে আক্রান্ত দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামলো টাইগাররা। যদিও ম্যাচের আগের দিন ওয়ানডে অধিনায়ক ও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মিরাজের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা আশার কথা শোনান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছিলেন, 'আগের থেকে ভালো আছেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন।' টাইগার কোচ ফিল সিমন্সও মিরাজকে নিয়ে ছিলেন আশাবাদী, কিন্তু শেষ পর্যন্ত বিশ্রামে থাকছেন এ অলরাউন্ডার।

গতকাল রাত থেকে গলে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ম্যাচ ঘিরে আবহাওয়ার দিক থেকেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে।

শ্রীলঙ্কান দলে সুযোগ পেয়েছেন নতুন ছয় মুখ, যার মধ্যে রয়েছেন দুই হাতে বল করতে পারা রহস্যময় বোলার থারিন্দু রত্নায়েক।

বাংলাদেশ এ বছর এখন পর্যন্ত মাত্র দুটি টেস্ট ম্যাচ জিতেছে। দুই দলই চাইবে সিরিজটি জয় দিয়ে শুরু করতে।

(ঢাকাটাইমস/১৭জুন/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
গাজায় ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত, অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা