ভয়েস কমান্ডে ফাইল এডিট করবে গুগলের জেমিনি এআই
বিশ্বে সাড়াজাগানো এআই টুল চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করেছে জেমিনি। দ্রুতই চ্যাটজিপিটির সামনে জেমিনিকে উপস্থাপন করল গুগল, যা জেনারেটিভ এআই পরিচালিত বিশেষ ঘরানার চ্যাটবট।
‘জেমিনি’ কৃত্রিম মেধাকে আরও শক্তিশালী করছে ‘গুগ্ল’। আগামী দিনে ভয়েস চ্যাটেও একে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা। আইফোন ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যেই বিনামূল্যে জেমিনি অ্যাপ চালু করেছে গুগ্ল। যা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ১০টির বেশি ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। ভাষার সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে গুগ্ল।
সম্প্রতি জেমিনির নতুন সংস্করণের বৈশিষ্ট্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেন অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ। জেমিনি অ্যাপের মাধ্যমে যে কোনও বিষয় সম্পর্কে ব্যবহারকারীরা সঠিক তথ্য পেতে পারেন। এটি পড়ুয়াদের নতুন কিছু শিখতে সাহায্য করে। এই অ্যাপে জেমিনি লাইভ নামের একটি নতুন বৈশিষ্ট্য যোগ করেছে গুগ্ল। এটি জেমিনিকে রিয়্যাল টাইম কাজ করার অনুমতি দেয়। ফলে ব্যবহারকারীরা একসঙ্গে অনেকগুলি কাজ করতে পারবেন।
বর্তমানে গুগ্লের গ্রাহকেরা আপলোড করা স্প্রেডশিট বা নথি নিয়ে কোনও রকমের আলোচনা করতে পারেন না। জেমিনির নতুন ভার্সানে যা সহজেই করা যাবে। কারণ স্প্রেডশিটগুলি আর জেমিনি ইন্টারফেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে ভয়েস ইন্টারঅ্যাকশনের সাহায্যে অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধাও পাবেন গ্রাহক।
জেমিনি এআইয়ের সুবিধা সকলেই পাবেন এমনটা নয়। বর্তমানে জেমিনি শুধুমাত্র অ্যাডভান্স গ্রাহকেরাই ব্যবহার করতে পারেন। ফলে প্রিমিয়াম গ্রাহকেরাই যে এর উন্নত ভার্সান নিয়ে কাজ করতে পারবেন, তা এক রকম স্পষ্ট।
ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন
যারা গুগল জেমিনি অ্যাডভান্স সাবস্ক্রিপশন নেবেন, তারা জেনারেটিভ এআই সুবিধা পাবেন। সঙ্গে পাবেন গুগল ওয়ানের টু-টেরাবাইট ক্লাউড সেবা।
গুগল বলছে, জেমিনি বহুমাত্রিক নতুন ফিচারসমৃদ্ধ। যার নাম জেমিনি (১.০) অ্যাডভান্স আলট্রা।
লজিক্যাল রিজনিং, কোডিং ছাড়াও বহু জটিল কাজ দ্রুত আর খুব সহজে করতে পারে জেমিনি। গ্রাহকদের প্রম্পট বা নির্দেশের ওপর ভর করে নির্ভুল সদুত্তর দিতে জেমিনির পারদর্শিতা প্রমাণিত। টুলটি গৃহশিক্ষকের ভূমিকাতেও সুদক্ষ।
সারাবিশ্বের ১০৫টির বেশি দেশে ইংরেজি ভাষায় গুগল জেমিনি অ্যাডভান্স কাজ করবে। নির্মাতারা জানায়, গ্রাহকের সুবিধার্থে আরও বহু ভাষা যোগ করতে প্ল্যাটফর্মটি নিয়মিতই কাজ করে চলেছে।
শুরু থেকেই চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতার আভাস দিয়েছে জেমিনি এআই। গুগলের দাবি, মানুষের থেকেও বুদ্ধিমান হবে জেমিনি। যার উন্নয়ন হবে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে।
যা কিছু নতুন
* সুদীর্ঘ আট বছর পরিশ্রমের উদ্ভাবন জেমিনি
* ওপেনএআই চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করবে জেমিনি
* শতাধিক ভাষায় দক্ষতা দেখাবে জেমিনি
* নতুনত্বে জেমিনি।
মূলত তিনটি সুনির্দিষ্ট ধাপে কাজ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল— আলট্রা, প্রো আর ন্যানো। তিন মোডে ভিন্ন দক্ষতা পাওয়া যাবে বলে জানিয়েছে সার্চগুরু গুগল।
এআইবিষয়ক বহুমাত্রিক কাজে আলট্রা মোডে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করা হবে। প্রো মোডে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে। ন্যানো মোডে থাকবে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল। অন্যদিকে ন্যানো মোড কম্পিউটার ও স্মার্টফোনে সহজেই চালানো যাবে।
গুগল ক্লাউড এআই ভাইস প্রেসিডেন্ট জানালেন, নতুন ধরনের এআই মডেলকে সাধারণত প্রশিক্ষিত করা হয়। ঠিক তার পরেই সে তার দক্ষতা উপস্থাপন করতে পারে। টুলকে প্রশিক্ষিত করতে গুগল তাদের বিশেষ টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ), যা বিশেষ হার্ডওয়্যার সিস্টেম ব্যবহার করবে; সঙ্গে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও (জিপিইউ)।
নির্মাতা সূত্রে জানা গেছে, জিপিইউয়ের জন্য এনভিডিয়ার বিখ্যাত এইচ১০০ চিপ নির্ধারণ করেছে গুগল, যা মূলত জেনারেটিভ এআই উদ্দেশ্যেই নির্মিত। ডেটা সেন্টার থেকে স্মার্টফোন সবখানে সহজেই নিজেকে মানিয়ে নেবে জেমিনি।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)
মন্তব্য করুন