বিএনপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৯:৫৮

ঈদকে সামনে রেখে শুভেচ্ছা জানাতে সাতক্ষীরায় টানানো বিএনপি নেতার ছবিসংবলিত পোস্টার-ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এমনকি যারা এসব পোস্টার-ফেস্টুন লাগাতে সাহায্য করেছেন তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার বিএনপির কেন্দ্রীয় সদস্য ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ)-এর সহ-সভাপতি ডা. শহিদুল আলম এ অভিযোগ করেন।

তিনি আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের সম্ভাব্য প্রার্থী। তিনি জেলা বিএনপির একজন সদস্য।

ডা. শহিদুল আলম জানান, তার সম্মতি নিয়ে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে ব্যানার ও ফেস্টুনে তার ছবি সেঁটে ঈদ শুভেচ্ছা জানান।

এসব ব্যানার ফেস্টুন সড়কের বিভিন্ন উঁচু স্থানে টানানো হয়। এতে প্রতিপক্ষের রাজনৈতিক নেতারা অসন্তোষ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার রাতে সাতক্ষীরা-৩ আসনের আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা এবং কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে টানানো এসব পোস্টার ও ব্যানার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনার জন্য তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেন।

তিনি আরও বলেন, রাতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। এছাড়া দেবহাটার নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুমবিল্লাহ এবং একই উপজেলার ঈদগাহ এলাকার যুবদল নেতা আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি এ ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :