পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১২:২৬

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১১ ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় যানবাহন পারাপার স্বাভাবিক হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার রাত ২টা থেকে এই নৌ-রুটের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া অনুকূলে আসার পর বেলা ১২টার দিকে যানবাহন পারাপার স্বাভাবিক হয়।

পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে মোট ১৬টি ফেরি চলাচল করে। এর মধ্যে রোরো সাতটি কেটাইপ তিনটি ও ইউটিলিটি ছয়টি ফেরি রয়েছে।

আরিচা -কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ওই দুটি নৌরুটে মোট ৩২ টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :