রাজশাহী জেলা পরিষদ কাজের ঠিকাদার নির্বাচনে লটারি

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৯:১৫

রাজশাহী জেলা পরিষদের আর্থিক অনুদানে বাস্তবায়ন হতে যাওয়া কাজের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে দরপত্র জমা দেয়া কয়েকশো ঠিকাদারের উপস্থিতিতে প্রকাশ্যেই এই লটারি হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার নিজে লটারি কার্যক্রমে অংশ নেন। তিনি উপস্থিত ঠিকাদার এবং গণমাধ্যমকর্মীদের দিয়েও লটারির ঘুটি তোলান। এ দিন লটারিতে ৩৫ জন ঠিকাদার দুই কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকার কাজ পেয়েছেন।

এসব ঠিকাদাররা রাজশাহী মহানগরী এবং জেলার ৯ উপজেলার ১০১টি মসজিদ, মন্দির, ঈদগাহ, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করবেন। ঠিকাদার নির্বাচনে লটারির সময় জেলা পরিষদের সকল সদস্য এবং নারী সদস্যরাও উপস্থিত ছিলেন।

লটারিতে ঠিকাদার নির্বাচন শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, তিনি নির্বাচিত হয়ে জেলা পরিষদে যাওয়ার পর সব টেন্ডারেরই লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করছেন। এমন স্বচ্ছভাবে ঠিকাদার নির্বাচন রাজশাহীতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও এভাবেই লটারির মাধ্যমে কাজের ঠিকাদার নির্বাচন করা হবে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :