লেইকার নতুন ডিএসএলআর ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:৪৬

জনপ্রিয় ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লেইকা নতুন একটি ক্যামেরা বাজারে ছাড়লো। এটার মিররলেস ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা। মডেল লেইকা সিএল।

ক্যামেরাটি যদিও ক্লাসিক ডিজাইনে তৈরি। কিন্তু এতে অত্যাধুনিক ইমেজিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বিশেষ ফিচারের মধ্যে আছে ফোরকে ভিডিও রেকডিং, লার্জ এপিএস-সি সেন্সর, এবং ফাস্ট বাস্টিং শুট। এটি দিয়ে প্রতি সেকেন্ডে ১০ টি ফেম ক্যাপচার করা যাবে।

কালো রঙের এই ক্যামেরা শুধু বডির মূল্য ২৭৯৫ ডলার।

ক্যামেরাটিতে ২৪ মেগাপিক্সেলের এপিএস-সি সিমস সেন্সর ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে লেইকার মাইস্ত্রো টু সিরিজ প্রসেসর।

ক্যামেরাটির আইওএস রেঞ্জ ১০০-৫০০০। এতে র ফাইল ফরম্যাটে ছবি তোলা যাবে। লেইকার নতুন ক্যামেরায় ম্যানুয়াল এবং স্ক্রিন শুটিং মোড রয়েছে। এতে আছে ৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। বিল্টইন ইলেকট্রোনিক ভিউফাইন্ডার রয়েছে।

লেইকা সিএল ক্যামেরায় বিল্টইন ওয়াইফাই মডিউল রয়েছে। ফলে ক্যামেরা থেকে ফোনে ছবি স্থানান্তর করা যাবে। এজন্য একটি অ্যাপও রয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা