বৌদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩

বৌদ্ধ সংস্কৃতিকে উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী বৌদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার শেষ হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে বোধিপুর বন বিহার মাঠে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে দেন- আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, হেডম্যান কাবেরী রায়, ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক সঞ্চয় চাকমা।

এর আগে বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দেন বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিনবোধি মহাস্থবির।

ধর্মীয় অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশিত হয়। পরে তিন দিনব্যাপী বৌদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেড় শতাধিক অংশগ্রহণকারী ধর্মীয় গান, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী বৌদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :