ইসি গঠনে বিএনপির প্রস্তাব সহায়ক হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:২০| আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ২১:১৭
অ- অ+

বিএনপির প্রস্তাব নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি এ বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সহায়তাও কামনা করেছেন।

বিকালে বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতির এক ঘণ্টার বৈঠকের পর বঙ্গভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপতি বলেন, যে কোনো আলাচনা সমস্যা সমাধানে বহুমুখী পথ দেখায়।’

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বিকাল সাড়ে চারটা থেকে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন বিএনপির নেতারা। এ সময় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে খালেদা জিয়ার দেয়া ১৩ দফার সংক্ষিপ্তসার তুলে ধরেন তারা।

বিএনপি এই আলোচনায় দারুণ খুশি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপ্রতি তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’

বঙ্গভবনের বিজ্ঞপ্তিতেও বলা হয়, ‘রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে খুশি হয়েছি, আশাবাদী হয়ে উঠেছি।’

গণভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি বলেন, আজকের আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপি যে প্রস্তাব দিয়েছে তা নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে।’

আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে বিএনপি চেয়ারপারসন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, ‘বাছাই কমিটি ও নির্বাচন কমিশন গঠনে বেগম খালেদা জিয়া বিএনপির প্রস্তাব তুলে ধরেন। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণেও তাদের প্রস্তাব তুলে ধরেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারা (বিএনপি) ইসি গঠনে মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগের প্রশংসা করেন। এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান।’

বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/টিএ/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশন নিয়ে নেমেছে: জামাল কামাল মোল্লা
সর্ষের তেলে রান্না করলে কি হার্টের ঝুঁকি বাড়ে?—বিশেষজ্ঞরা বলছেন যা
জামায়াতের সমাবেশে নেতাকর্মী পরিবহনে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে
সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা