নারায়ণগঞ্জে ‘মডেল’ নির্বাচন চান ডিআইজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৬, ২০:৪৪| আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২০:৫১
অ- অ+

ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটা মডেল নির্বাচন হোক।

বুধবার বিকালে ভোটারদের সচেতন করতে লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তার সঙ্গে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যা ব-১১ এর সিও লে. কর্নেল কামরুল হাসান লিফলেট বিতরণে অংশ নেন। এসময় নগরীর চাষাঢ়া ও নিতাইগঞ্জ মোড়ে ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান লিফলেট বিতরণ করেন।

রাত পোহালেই ভোট হবে নারায়ণগঞ্জে। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের বাক্স। কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। সোমবার রাত থেকে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে শুরু থেকেই নানা আশঙ্কার কথা বলা হলেও এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ। এ নিয়ে ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।

ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘অন্য অনেক জায়গার চাইতে নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ অনেক ভালো। কোনো রকম আশঙ্কার কিছু নেই। এ নির্বাচন যাতে একটা মডেল নির্বাচন হোক এটি আমরা চাই। কেউ যাতে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না করতে পারে এটি আমরা চাই।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে আমাদের বললে আমরা পরিবর্তন করবো। সব মানুষ যাতে নির্বাচনে অংশ গ্রহন করে সে ব্যাপারে প্রচারণা চালানোর দায়িত্ব সবার।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রীকে, চাওয়া হবে রিমান্ড
নারায়ণগঞ্জে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা