শাহজালালে আমদানি নিষিদ্ধ সাড়ে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:১৫

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা সিগারেটগুলোর দাম ১১ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি সূত্র জানায়, সোমবার সকাল আটটার দিকে শারজাহ থেকে বাংলাদেশ বিমানের জি৯-০৫১৭ নম্বরের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মোহাম্মদ হাসান নামের এক যাত্রী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করতে গেলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা তাকে কাস্টমস হলে নিয়ে যান। সেখানে তার কাছ থেকে ২৮ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেট তার কাছে ১৪৪টি কার্টনে দুইটি লাগেজের ভেতর ছিল।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এই সূত্রটি আরও জানায়, আমদানি নীতি অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপরে উচ্চ শুল্ক প্রায় ৪৫ শতাংশ পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত সিগারেট বেনসন অ্যান্ড হেজেজ ও ৩০৩ ব্রান্ডের।

ঘটনার সত্যতা স্বীকার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, জব্দকৃত সিগারেটগুলোর ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

তিন দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :