স্বামীর কারামুক্তির আশ্বাসে তরুণীকে গণধর্ষণ!

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০১৭, ২১:০৯ | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ২০:৫৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে জেল থেকে বের করতে সহযোগিতার আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করেছে স্বামীর বন্ধুরা। এসময় তরুণী বাধা দেয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করে তার। এই ঘটনায় শনিবার সকালে ওই তরুণীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানা মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঢাকাটাইমসকে জানান, ফতুল্লার মাসদাইর বেকারী মোড় এলাকার ২৩ বছরের এক তরুণী স্থানীয় একটি হোসিয়ারিতে চাকরি করেন। তার স্বামী একটি মামলায় জেলহাজতে রয়েছেন। একই এলাকার তরুণীর স্বামীর বন্ধু মোমেন আলীর ছেলে ইমরান গত ৪ মে রাতে এই তরুণীকে ফোন করে তার স্বামীকে জেলহাজত থেকে ছাড়িয়ে আনার সহযোগিতার করার কথা বলে তার বাড়িতে যেতে বলেন। পরে তরুণী তার হোসিয়ারির ডিউটি শেষে ইমরানের বাসায় যাওয়ার পর একটি কক্ষে নিয়ে ইমরানসহ অজ্ঞাত আরেকজন মিলে তাকে ধর্ষণ করে। এসময় তরুণী তাদেরকে বাধা দিতে গেলে তাকে মারধর করে গুরুতর আহত করে ধর্ষণকারীরা। পরে তরুণী চিৎকার করলে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে তরুণীর বাবা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের

চুরির মামলা তদন্তে নেমে একে একে মিলল ৫ অস্ত্র

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এই বিভাগের সব খবর

শিরোনাম :