চট্টগ্রামে ডুবেছে দুটি লাইটারেজ জাহাজ, ২৮ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ২১:১১| আপডেট : ১২ জুন ২০১৭, ২১:১২
অ- অ+
ফাইল ছবি

সাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ দুটিতে থাকা ২৮ নাবিককে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে ‘হাজী কায়েস’ও ‘অলিম্পিক-টু’নামে জাহাজ দুটি ডুবে যায়।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওনা দেয় লাইটারেজ জাহাজ দুটি। বেলা সাড়ে ১১টার দিকে জালিয়াপাড়া তীরবর্তী গভীর সমুদ্রে যাওয়ার পর উত্তাল ঢেউয়ে একপাশে কাত হয়ে ডুবে যায় ‘হাজী কায়েস’ জাহাজাটি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিয়ারি উপকূলের কাছে গভীর সমুদ্রে ‘অলিম্পিক-টু’ জাহাজটি ডুবে যায়।

এদের মধ্যে ‘হাজী কায়েস’ জাহাজটি বহির্নোঙ্গর থেকে ১,৭০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে তীরের দিকে আসার পথে সাগরে ডুবে যায়।

এছাড়া ভাটিয়ারি তীরবর্তী গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করার সময় অলিম্পিক-টু নামে জাহাজটি ডুবে যায়। যেটিতে প্রায় এক হাজার ২০০ মেট্রিক টনের মতো ক্লিংকার ছিল বলে জানিয়েছেন লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম।

তিনি বলেন, জাহাজ দুটি ডুবে গেলেও এগুলোতে থাকা ২৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ‘অলিম্পিক-টু’ জাহাজের ১৫ জন এবং ‘হাজী কায়েস’ জাহাজের ১৩ নাবিক ছিল।

ঢাকাটাইমস/১২জুন/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা