বিসিকের দুই প্রকৌশলী কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১৬:৪৫

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম খান ও সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঝালকাঠি প্রকল্পের অধিগ্রহণকৃত ১১.০৮ একর জমিতে ভূমি উন্নয়ন/মাটি ভরাট কাজে চারটি ভুয়া পুকুর দেখায়। পরবর্তীতে ওই ভুয়া পুকুরে মাটি ভরাট দেখিয়ে প্রকল্পের ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি করেন।

১৯ জুন ঝালকাঠির নলছিটি থানায় করা মামলায় গত মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আজ তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আহমার উজ জামান আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার তাদের জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকাটাইমস/২১জুন/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :