ক্রিকেটার সোহানের জমকালো বিয়ে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ০৯:৩৬| আপডেট : ০১ জুলাই ২০১৭, ০৯:৩৯
অ- অ+

বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। খুলনার ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। শুক্রবার দুই পরিবারের সম্মতিতে খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার জমকালো বিয়ে।

লিসার সঙ্গে সোহানের পরিচয় আগ থেকেই। তারা দুজন একসঙ্গে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশুনা করেন। এরপর খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসঙ্গে পড়ালেখা শেষ করেন সোহান-লিসা। মনের লেনাদেনা হয়েছে মূলত কলেজ জীবনেই। ধীরে ধীরে সেটা পরিণত হতে থাকে।

বিয়ে নিয়ে সোহান বলেন, ‘দায়িত্ব বেড়ে গেল। এখন থেকে বাবা-মার পাশাপাশি স্ত্রীকে নিয়েও ভাবতে হবে। দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সোহানের বাবা কাজী নাসিবুল হাসান সান্নু ছিলেন খুলনার প্রথম বিভাগ ফুটবল লীগের সেরা গোলরক্ষক। আরামবাগের গোলরক্ষক হিসেবে বেশ নাম ছিল সান্নুর।

সিলেট সুপার স্টারসে খেলার মাধ্যমে সবার নজরে আসেন সোহান। বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন সোহান। ২০১৬ সালে টেস্ট ও ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

(ঢাকাটাইমস/০১জুলাই/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি: আমিনুল হক
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
মৃত্যুর আগে খোলা চিঠিতে যা লিখেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার?
মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা