তিন মিউচ্যুয়াল ফান্ডের বোনাস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ১৪:০৬

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো: এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি পরিষদ ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৯৬ টাকা। আর ইউনিট প্রতি প্রকৃত সম্পদ বাজার মূল্যে ১১.০৩ টাকা এবং ক্রয় মূল্য অনুসারে ১১.১১ টাকা। আর ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ০.০২ টাকা (নেগেটিভ)। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৩১ আগস্ট।

গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। ইউনিট প্রতি মার্কেট মূল্য ১১.৫৪ টাকা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। এছাড়া ইউনিট প্রতি মার্কেট মূল্য ১১.৫০ টাকা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

ঢাকাটাইমস/৯আগস্ট/ওয়াইএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :