বগুড়া জিয়া মেডিকেলের ঘটনায় তদন্ত কমিটি

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ২২:০৭| আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২২:৫২
অ- অ+

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রোগীর স্বজনদের মারপিটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শনিবার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান হাসপাতালের উপ পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

হাসপাতালের উপ পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী বলেন, গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা.কামরুল আহসান এবং সদস্যরা হলেন যথাক্রমে হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজুল ইসলাম ও ওয়ার্ড মাস্টার রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাত ১০টায় হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১নং ইউনিটের ৫ নম্বর বেডে চিকিৎসাধীন গুরুতর শ্বাসকষ্টের রোগী মাহেলা (৭৫) ছটফট করছিলেন। মায়ের এমন ছটফটানি দেখে ছেলে (৪৫) ও নাতি (গাজীউরের ছেলে) শান্ত ( ২৫ ) কর্তব্যরত ইন্টার্ন ডাক্তার আশিকুজ্জামানের কাছে গিয়ে অনুরোধ করেন রোগীকে একটু দেখে যেতে। এই অনুরোধ-ই কাল হয়ে দাঁড়ায়। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্তব্যরত ইন্টার্ন ডাক্তার। রোগীর দুই স্বজনকে রুমের মধ্যে আটকে বেদম পেটান তারা। ইন্টার্নদের পিটুনিতে এক পর্যায়ে মাটিতে লুটে পড়েন বাবা-ছেলে। ওই রাতেই তাদের হাসপাতাল থেকে জোর করে বের করে দেন ইন্টার্ন ডাক্তাররা। পরে মারা যান ওই বৃদ্ধা রোগী মাহেলা।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে নারীর ব্যাগ ছিনতাই, ধরা পড়ল মূল হোতা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা