ঢামেকে ‘মারামারি’র ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৭, ২০:০৫
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে হৃদরোগ বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক-রোগী মারামারির পর তিন ঘণ্টা জরুরি চিকিৎসা বন্ধ থাকার ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে পাঁচ রবিবার সন্ধ্যায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তিন কার্যদিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দিন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের অভিযোগ, নওশাদ নামের একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হামলা চালান। এতে তিনজন চিকিৎসক ও নিরাপত্তার দায়িত্বে থাকা আটজন আহত আহত হন। প্রতিবাদে অন্য সব চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে দেন। কোনো রোগী আসতে বা বের হতে পারছিলেন না। বন্ধ হয়ে যায় টিকিট কাটাও।

কাউন্টারে থাকা মাইজ বিন সুলতান বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো কার্যক্রম বন্ধ ছিল। পরিস্থিতি শান্ত করতে ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক হয় ফের শুরু হয় কার্যক্রম।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :