কক্সবাজারে রেস্টুরেন্টে ভেজাল খাবার, র‌্যাবের জরিমানা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ২১:২১

পর্যটননগরী কক্সবাজারজুড়ে চলছে মেয়াদোত্তীর্ণ ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির হিড়িক। এসব খাবার খেয়ে নানা রোগ-বালাই হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত মুনাফালোভী বিভিন্ন রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টির দোকানের মালিকেরা প্রকাশ্যে চালিয়ে আসছিল রমরমা ব্যবসা।

খাদ্যের ভেজাল রুখতে রবিবার মাঠে নামে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দিনভর শহরের বেশ কয়েকটি রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে নয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে র‌্যাব।

এরমধ্যে শহরের পউষী রেস্তোরাঁকে চার লাখ টাকা, ঝাউবন রেস্তোরাঁকে এক লাখ টাকা, বিরাম হোটেলকে এক লাখ টাকা, আল-গণি হোটেলকে ৫০ হাজার টাকা, চৌরঙ্গী বেকারিকে দুই লাখ টাকা ও পল্স (পালের দোকানকে) ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব হেডকোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলমের নেতৃত্বে চলা এই অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :