পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১২:৫৩ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৮, ১২:৫০

রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত।

বৃহস্পতিবার এই মর্মে পাকিস্তান সরকারের কাছে আদালতের নির্দেশ পৌঁছেছে। একই সঙ্গে মোশাররফের যাবতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করতে বলছে আদালত।

পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, লাহোর হাইকোর্টের ইয়াওয়ার আলি এবং বেলুচিস্তান হাইকোর্টের বিচারক তাহিরা সফদার এর সমন্বয়ে গঠিত বেঞ্চটি এই আদেশ দেন।

২০০৭ সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে দেশে জুরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পারভেজ মোশাররফ। সেই কারণেই প্রাক্তন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়। এর আগে বিশেষ আদালত তাকে 'ঘোষিত অপরাধী' হিসেবে উল্লেখ করেছিল। বর্তমানে তিনি বিদেশে পলাতক রয়েছেন।

(ঢাকাটাইমস/৯মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :