ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:৩৬ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ১৩:৩৯

নিদহাস ট্রফ্রিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রেমাদাসায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করে জেতার আত্মবিশ্বাস নিয়েই আজ ভারতের বিরুদ্ধে লড়বে টাইগাররা। একাদশের বোলিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

টাইগার একাদশে আজ তাসকিনের জায়গায় মোটামুটি নিশ্চিত তরুণ পেস বোলার আবু হায়দার রনি। পেস বোলার তাসকিনের নিয়ন্ত্রণহীন বাজে বোলিংয়ের কারণেই তাকে বাদ দেয়া হবে। গত ম্যাচে সবচেয়ে বাজে বোলিং করেছেন তিনি। ওইদিন মাত্র তিন ওভার বোলিং করে ৪০ রান দেন তিনি। তার মধ্যে দুই ওভারেই দেন ৩৩ রান। যার কারণে ভারতের বিপক্ষে তাকে বাদ দিতে বাধ্য টিম ম্যানেজমেন্ট।

এছাড়া সাব্বিরের পারফরম্যান্স নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ সময়ে খুব বাজেভাবে রান আউট হন তিনি। তাই ধারণা করা হয় আজ বাদ যেতে পারেন সাব্বিরও। সাব্বির বাদ গেলে তার জায়গায় দেখা যাবে আরিফুল হককে। তবে আজও সাব্বিরেরই থাকার সম্ভাবনাই বেশি। কারণ একটাই আন্তর্জাতিক অভিজ্ঞতা। ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে লড়তে হলে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাই সাব্বিরের বদলে নতুন কাউকে দলে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ভারতে বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলে এই ব্যাটসম্যান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান/আরিফুল হক, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু

(ঢাকাটাইমস/১৪ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :