রুদ্ধশ্বাস ম্যাচে লঙ্কানদের হারাল বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ২২:০৯

তিন ম্যাচ আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের ম্যাচের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারালো বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার সিলেটে বাংলাদেশের দেওয়া ২৮০ রানের জবাবে ২৭৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ বলে অতিথিদের দরকার ছিলো ৩ রান। স্ট্রাইকে ছিলেন শেহান। এমন রুদ্ধশ্বাস ম্যাচটিতে শেষ বলে শেহানকে সাজঘরে ফিরিয়ে ম্যাচটি নিজেদের করেন নেন বাংলাদেশের খালেদ আহমেদ।

সিলেটে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করেন বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুর দিকটা বেশ একটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দুই ওপেনার সৌম্য-মিজানুর শুরুটা বেশ মন্থর ভাবেই করেন। ১২ ওভারে দুজন মিলে করেন মাত্র ৪২রান। তবে ৩৪ বলে ২৪ রান করা সৌম্যর বিদায়ের পরে রান আসে বাংলাদেশের স্কোর বোর্ডে।

মিডল অর্ডার ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে স্কোর বড় হয় বাংলাদেশের। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন মিজান। তার ইনিংসটি সাজানো ছিলো চারটি চার ও তিনটি ছক্কা দিয়ে। ফজলে রাব্বি আর মিঠুন মিলে করেন ৯৫ রান। রাব্বির হাফ-সেঞ্চুরি হলেও মিঠুন সাজঘরে ফেরেন ৪৪ রানে। দারুণ ছন্দে ছিলেন আরিফুল হকও। তার ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২৮০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৭৮ রানে অলআউট হয় লঙ্কানরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উজ্জ্বল ছিলো বাংলাদেশের বোলাররা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৭৮ বলে ৭৮ রান করেন শানাকা। প্রিয়াঞ্জন করেন ৪২ রান।

বাংলাদেশের হয়ে ৭২ রান দিয়ে চারটি উইকেট নেন খালেদ। ৫৪ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন শরিফুল। আর ৪২ রান দিয়ে দুইটি উইকেট নেন আরিফুল হক।

ব্যাট হাতে ৪৭ আর বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আরিফুল হক।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৮০/৭ (মিজানুর ৬৭, সৌম্য ২৪, জাকির ১৮, ফজলে রাব্বি ৫৯, মিঠুন ৪৪, আরিফুল ৪৭, আল আমিন ৮*, সানজামুল ০, নাঈম ১*; মাদুশাঙ্কা ১/৬১, জয়াসুরিয়া ১/৩৯, থিসারা ১/৪৪, পুস্পকুমারা ১/৪৪।

শ্রীলঙ্কা ‘এ’: ৫০ ওভারে ২৭৮ (সামারাবিক্রমা ৩, থারাঙ্গা ১০, থিরিমান্নে ২৯, জয়াসুরিয়া ২০, প্রিয়াঞ্জন ৪২, শানাকা ৭৮, থিসারা ২০, শাম্মু ২৮, মাদুশঙ্কা ২১, পুস্পকুমারা ০, পেইরিস ১১*; খালেদ ৭২/৪, শরিফুল ৫৪/৩, আরিফুল ৪২-২)

ফল: বাংলাদেশ ‘এ’ ২ রান জয়ী

ম্যান অব দা ম্যাচ: আরিফুল হক

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :