সাফের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি ভারত-মালদ্বীপ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৬

ভারত-মালদ্বীপ ম্যাচের মধ্যে দিয়ে আজ পর্দা নামবে সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসরের। দক্ষিণ এশিয়ার সেরা হতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দু’দল।

সাফের ১২ বছরের ইতিহাসে ১১ বারই ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপাও তাদের দখলে। এর আগে মোট ১২ বার শিরোপা জিতেছে উপমহাদেশের দেশটি। বাকি তিনবার হয়েছে রানার্সআপ।

অপরদিকে এই নিয়ে মোট পাঁচবার সাফের ফাইনালে উঠেছে মালদ্বীপ। পাঁচ বারের লড়াইয়ে শিরোপা জিতেছে তিনবার। সবশেষ ২০০৯ সালে ফাইনাল খেলেছে তারা।

গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করা মালদ্বীপ ভারতের কাছেও হারে। কিন্তু টসের ভাগ্যে সেমিফাইনালের টিকিট পেয়ে যায়। শেষ চারের লড়াইকে নেপালের বিপক্ষে একমাত্র জয় নিয়ে ফাইনালে উঠে মালদ্বীপ। অপরদিকে ‍শুরু থেকেই দারুণ ছন্দে আছে ভারত।

এর আগে মোট ১১ বার মুখোমুখি হয়েয়ে ভারত-মালদ্বীপ। ১১ বারের দেখায় ৮বার জয় পেয়েছে ভারত, দুইবার জিতেছে মালদ্বীপ। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। সবদিক থেকে ভারত এগিয়ে থাকলেও শিরোপার জন্য মালদ্বীপও নিজেদের সেরাটাই দিবে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :