নতুন বছরে ‘বীর’ শাকিবের সঙ্গে বুবলী

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:১২| আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:০৫
অ- অ+

শাকিব খান ও শবনম ইয়াসমীন বুবলী এই নাম দুটো পাশাপাশি উচ্চারিত হওয়া মানেই আলোচনা। ভক্তদের নানা রকম মন্তব্যসহ শোবিজে শুরু হয়ে যায় কানাঘুষা। অনেকের ধারণা এই বুবলীর কারণেই শাকিব-অপুর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে নেটিজেনদের এই ধারণা বরাবরই ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন কিং খান ও বুবলী। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও একসঙ্গে নতুন বছর শুরু করতে যাচ্ছেন এই দুই তারকা।

আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার শুটিং। এতেই জুটিবদ্ধ হয়ে কাজ করছেন এই দুই তারকা। সিনেমাটিতে শাকিব খানকে গান গাইতে দেখা যাবে। যেনতেন গান নয় তিনি গাইবেন বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠের মতো করে এমনটাই জানিয়েছেন প্রযোজক ইকবাল।

শাকিব খান একটা ‘ট্রেন্ড’ এমনটাই উল্লেখ করে ইকবাল বলেন, ‘পুঁথিপাঠ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমাদের প্রায় সব পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এই বিষয়টা মাথায় রেখে আমরা শাকিব খানের কন্ঠে পুঁথিপাঠ রেখেছি। যেটা দেখে শাকিব ভক্তরা পুঁথিপাঠ সম্পর্কে জানতে আগ্রহী হবে।’

আসছে ১২ জানুয়ারি এফডিসিতে সেট বানিয়ে প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানান প্রযোজক।

এখনো শোবিজে শাকিব বুবলী বিতর্ক চলমান, এই অবস্থায় আবারও বুবলীর ওপরেই কেন আস্থা রাখা হলো জানতে চাইলে ইকবাল বলেন, ‘এটা চরিত্রের প্রয়োজনে রাখা হয়েছে। আর সিনেমা ইন্ডাস্ট্রিতে এ রকম হাজারটা বিতর্ক থাকে। এটা আজকের ঘটনা নয়, আবহমানকাল ধরেই চলে আসছে। এসমস্ত নিয়ে ভাবলে কী আর সিনেমা হবে?’

নিজের ক্যারিয়ারের পঞ্চাশতম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত কাজী হায়াত জানান, ‘আমি ‘বীর’ সিনেমাটা একজন বীরকে নিয়েই করছি। শাকিব খান হলো আমাদের ঢাকাই চলচ্চিত্রের বর্তমান বীর। অভিনয়ে, সংলাপে ও অনন্য। আশা করছি, ‘বীর’ শাকিবে মুগ্ধ হবে দর্শক। বীরের ঠোঁটে করে পর্দায় পুঁথিপাঠ জিনিসটাও বেশ উপভোগ্য হবে।’

‘বীর’ নিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, “কাজী হায়াত সাহেব একজন গুণী নির্মাতা। অনেক ব্যবসাসফল সিনেমা আছে তার নামের পরে। আমি পুরো স্ক্রিপ্ট পরেই বুঝতে পেরেছি আরও একটি সুপারহিট সিনেমা যোগ হতে যাচ্ছে ওনার ঝুলিতে। আমি সাধ্যমতো চেষ্টা করব, এই সিনেমায় নিজেকে উজার করে দেওয়ার। বাকিটা আমার ভক্তদের ওপর নির্ভর করছে। আশা রাখি, আমার ভক্তরা সিনেমা হলে ‘বীর’ দেখতে গিয়ে হতাশ হবে না। আর আমার ক্যারিয়ারের ভক্তদের খুব কমই হতাশ করেছি।”

শবনম ইয়াসমীন বুবলীর বছর শুরু হচ্ছে শাকিব খানের হাত ধরে। তবে তাদের দুজনকে ঘিরে শোবিজে যে চলমান বিতর্ক রয়েছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না এই নায়িকা। তিনি বলেন, ‘এটা আমাদের জুটির নবম সিনেমা। আমাদের জুটিবদ্ধ সবগুলো সিনেমা দর্শক সাদরে গ্রহণ করেছে। এই সিনেমাটাও দর্শকনন্দিত হবে বলে আমি আশাবাদী।’

বীর সিনেমায় সাইড নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী। আর সিনেমাটি প্রযোজনা করেছেন যৌথভাবে শাকিব খান ও তার বন্ধু ইকবাল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, অন্যরা যা পেল
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারা অব্যাহত
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা