হলি আর্টিজানে হামলার আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৩ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩০

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শরিফুল ইসলাম খালিদ রাহাত নাহিদ ওরফে আবুল সুলাইমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তার শরিফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার আসামিও বলে জানিয়েছেন র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ সূত্র জানায়, ঢাকা র‌্যাবের হেড অফিসারের দেয়া তথ্যের ভিত্তিতে শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। গা ঢাকা দেয়ার জন্য নাচোলের হরিপুর এলাকায় পালিয়ে আসেন শরিফুল। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলকে র‌্যাবের হেড অফিস ঢাকায় পাঠানো হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) হামলা চালানো হয়। হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন। পরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর গত বছরের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। চিহ্নিত বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা।

ঢাকা টাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রতিমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার, না মানলে ব্যবস্থা

ডোনাল্ড লু’র সফরে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :