কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩০ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬
ফাইল ছবি

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কঠোরভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ভুঁইফোঁড় কোচিং সেন্টার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেন। এ সময়ও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দীপু মনি বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু অসাধু শিক্ষক ও শিক্ষক সমিতি শিক্ষার্থী-অভিভাবকদের জিম্মি করে তাদের হাতে গাইড বই তুলে দিচ্ছে। গাইড বই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর হাতে সরকার বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে।’

বর্তমান সরকার শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান দীপু মনি। বলেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ভুঁইফোড় কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কোচিং সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকাল নয়টায় মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিএসএমএমইউকে চিকিৎসাসেবা ও গবেষণায় এক নম্বর হতে হবে: উপাচার্য

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আহসান উল্লাহ মাস্টার ছিলেন অকুতোভয় সৈনিক’

উপাচার্যের পদত্যাগ চেয়ে কুবি শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :