ডাকসুর ফলাফলকে অসামঞ্জস্য বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৯, ২০:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সোমবারের নির্বাচনকে ডাকসুর ইতিহাসে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই নির্বাচনের ফলাফল অস্বাভাবিক ও অসামঞ্জস্যপূর্ণ।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

তার দাবি, ১৯৭৩ সাল ছাড়া আর কখনোই ডাকসু নির্বাচনে ভোট ডাকাতি ও মহাজালিয়াতির ঘটনা ঘটেনি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে ভোট ডাকাতির সুযোগ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার অতৃপ্ত আত্মাকে নিজের দেহে ধারণ করেছেন।

ডাকসু নির্বাচনের ফলাফল অস্বাভাবিক ও অসামঞ্জস্য বলে দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রিজভী বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর নির্বাচন ভিপি থেকে সদস্য পর্যন্ত প্যানেলের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং একটি প্যানেলের সব সদস্য কাছাকাছি ভোট পায়। কিন্তু ডাকসু নির্বাচনে কোটা সংস্কার প্যানেল ও ছাত্রলীগ প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান অনেক। এটাকে আমরা অস্বাভাবিক বলতে পারি।’

এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে সন্দেহের আঙুল তুলছেন বিএনপি নেতা, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে ডাকসুতে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এর কোনো নীলনকশা উপাচার্যের বাসভবনে বাস্তবায়ন করা হয়েছে কি না তা দু-এক দিনের মধ্যে বলা যাবে।’

রিজভীর ভাষ্য, ‘সোমবার ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। মিডনাইট ভোটের সরকারের ফতোয়া শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভূতের বেগার খেটে বিশ্ববিদ্যালয়ের সুমহান ঐতিহ্যকে ধুলোয় লুটিয়ে দিয়েছেন।’

সাহসী তরুণেরা ‘ভোট ডাকাতির’ বিরুদ্ধে প্রতিবাদ করেছে অমিত বিক্রমে- এমন মন্তব্য করে রাকসুর সাবেক ভিপি বলেন, ‘আমি মনে করি, এই প্রতিবাদে অংশ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ও বাম ছাত্রসংগঠনগুলো প্রমাণ করেছে তারা আলোর পথের যাত্রী।’

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন রিজভী। ‘আমরা জানতে পেরেছি, খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটেছে। গত চার ধরে দিন তিনি অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে নামতে পারছেন না। হুইলচেয়ারে বসতেও তার কষ্ট হচ্ছে। ঠিকমতো বসতে পারছেন না তিনি।’

(ঢাকাটাইমস/১২মার্চ/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :