সৌদি-সুদানের ৩৭ সেনা নিহত, দাবি হুথির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১৩:২৯

ইয়েমেনের হুথি বাহিনীর হামলায় সৌদি ও সুদানের ৩৭ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দুটি আলাদা অভিযানে এসব সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সৌদি আরবের জিজান ও নাজরান প্রদেশের সীমান্তে অন্তত ১১ সৌদি সেনা ও সুদানের ২৬ সেনা নিহত হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা তাদের খবরে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হুথি বাহিনী জিজান ও নাজরান সীমান্তে সৌদি এবং সুদানের সেনাদের অবস্থানে হামলা চালায়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বাদশার পক্ষ নিয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে সোদি। এক্ষেত্রে সেনা পাঠিয়ে সুদান সৌদিকে সমর্থন করেছে। এছাড়া শুরু থেকেই সৌদির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ঢাকা টাইমস/১৮মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :